শিরোনাম

South east bank ad

নাটোরে ১২ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরে মাদক বিরোধী অভিযানে ডোপ টেস্ট শেষে ১২ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করা হয়েছে।

সিপিসি-২ ,র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সানরিয়া চৌধুরী ১২ মাদকসেবীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সেবীরা বিভিন্ন এলাকা থেকে কানাইখালী স্টেডিয়াম মাঠ এলাকায় এসে একত্রিত হয়ে মাদক সেবন করে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় বিরক্তিকর আচরণ করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান চালায় । এসময় মাদক সেবন অবস্থায় তাদের ১২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- হুগোলবাড়ীয়া এলাকার মৃত ওছমানের ছেলে মোঃ সোলেমান (৪৯), কানাইখালী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাসেল (৩০), নবির উদ্দিনের ছেলে মোঃ শাহাদত (২৮), মোবারোক হোসেনের ছেলে মোঃ বিপ্লব (২৮), চাঁদপুর কুড়িয়াপাড়া এলাকার রমজান প্রামানিকের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন@ জয় (২৬), একডালা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ খোরশেদ আলম (৪১), বনবেলঘড়িয়া বাইপাস এলাকার রমজান আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (২০), ভাবনী এলাকার ইব্রাহীমের ছেলে মোঃ বেলাল (৩৮), দিয়াড়ভিটা এলাকার আমিন উদ্দিনের ছেলে মোঃ বিপ্লব হোসেন (৩৬), একডালা বাবুর পুকুর পাড় এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে মোঃ শাহাজামাল @ দুখু (৩৬), বড় হরিশপুর গুনারীগ্রাম এলাকার মৃত আব্দুল মুন্নাফের ছেলে মোঃ হযরত আলী (৫০) এবং চৌধুরী বড়গাছা এলাকার মৃত মমিনের ছেলে মোঃ আমির হোসেন (৪৫)।

পরে আটককৃতদের নাটোর সদর হাসপাতালে ডোপ টেস্ট করে পজেটিভ ফলাফল পাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের আলামত শুকনা গাঁজা ও মাটির কোলকি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: