যশোরে গণপিটুনিতে চাঁদাবাজ নিহত
গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :
যশোরে ইজিবাইক চালককে জিম্মি করে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার রবিউল ইসলাম (৪৫) যশোর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় (২৩ সেপ্টেম্বর) মারা গেছেন। পুলিশ হেফাজতে থাকার পর মারা যাওয়ায় বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রবিউল ইসলাম শহরের পালবাড়ি পাওয়ার হাউজ এলাকার মোজাম্মেল হকের ছেলে। চাঁদাবাজির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ইজিবাইক চালক চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মালেক মোল্লা।
মামলায় উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মালেক মোল্লা তার পিতা আসালত মোল্লা ভাই আলেক মোল্লা ও মামা রবিন ইজিবাইক কেনার জন্য যশোরে আসেন। যশোর উপশহর এলাকার বোরাক হাউজ থেকে ১ লাখ ৭৮ হাজায় টাকায় ইজিবাইক কিনে তারা দর্শনায় ফিরছিলেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চুড়ামনকাটি বাজারে পৌছালে রবিউল ইসলাম নিজেকে পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করে। তখন ইজিবাইকে থাকা মালেক মোল্লা রবিউলকে ৫শ’ টাকা দিলে সে ফেলে দেয়। রবিউল ক্ষুব্ধ হয়ে আরও বেশি টাকা চায়। তারা টাকা দিকে অপারগতা প্রকাশ করে চলে যাওয়ার চেষ্টা করে। তখন রবিউল ইসলাম লাফ দিয়ে চলন্ত ইজিবাইকে ওঠে গাড়ি আটকে রাখার হুমকি দেয়। তখন তারা চুড়ামনকাটি বাজারে চৌগাছা রোডে বাস মালিক সমিতির বাস কাউন্টারের সামনে চিৎকার দেয়। তখন উপস্থিত লোকজন তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুকুমার কুন্ডু ঘটনাস্থলে যান। রবিউলকে হেফাজতে নিয়ে হাসপাতালে নিয়ে যান।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাংগীর আলম জানান, পুলিশ পরিচয়ে বৃহস্পতিবার চাঁদাবাজির সময় রবিউল ইসলাম গণপিটুনির শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনা তদন্ত পূর্বক আরও বিস্তারিত জানা যাবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুকুমার কুন্ডু জানান, প্রাথমিক চিকিৎসার পর রবিউলকে থানায় নেয়া হয়। সেখানে অসুস্থ হয়ে গেলে ফের হাসপাতালে নেয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক সালাউদ্দিন স্বপন জানান, বিকেল ৪ টা ৩৮ মিনিটে পুলিশ রবিউলকে হাসপাতালে আনে। প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ তাকে নিয়ে যায়। এই সময় তার শরীরে চাপা আঘাতের চিহ্ন ছিলো।
তিনি আরও জানান, পরে সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে পুলিশ ফের রবিউলকে হাসপাতালে আনেন। এসময় তাকে মৃত অবস্থায় পেয়ে লাশ মর্গে পাঠানো হয়।
ডা. সালাউদ্দিন স্বপন আরও জানান, দ্বিতীয় বার হাসপাতালে আনার আগেই রবিউলের মৃত্যু হয়। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, চুড়ামনকাটি এলাকার একটি সূত্র জানিয়েছে, চুড়ামনকাটি বাজারের ইজিবাইক স্ট্রাটারদের নেতৃত্বে কয়েকজন গাড়ি চালক রবিউল বেধড়ক মারপিট করে। এতে তার মৃত্যু হয়। পুলিশ সঠিক তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
এ বিষয়ে কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, পণপিটুনিতে নিহত রবিউল একজন ছিনতাইকারী। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা ও চাঁদাবাজির মামলা আছে।