শেরপুরে মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরে মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান। হুইপ আতিউরের সৌজন্যে সদর উপজেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শরিফুর রহমান।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শারমিন রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সদর উপজেলার ১৪ ইউনিয়নের ১৪টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রৌহা ইউনিয়ন দল টাইব্রেকারে ৪-২ গোলে গাজীরখামার ইউনিয়ন দলকে পরাজিত করে। বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।