যাত্রীবাহী বাসে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার আদমদীঘিতে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ বকুল ইসলাম বাদশা (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত বাদশা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ^নাথপুর গ্রামের জহর আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব-১২ বগুড়ার ল্যান্স কর্পোরাল সোহরাব হোসেন জানান, ঢাকা থেকে নওগাঁগামী শ্যামলী নামের একটি যাত্রীবাহী বাসে বেশ কিছু মাদক বহন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পশ্চিম বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় সেখানে যাত্রীবাহি শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে যাত্রী বেশে থাকা বকুল ইসলাম নামের মাদক ব্যবসায়ীকে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এসময় একটি মোবাইল ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমাস আলী জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব থানায় সোপর্দ করেছেন। দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।