মাধবপুরে গৃহবধূকে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার-৪
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।গ্রেফতারকৃতরা হলো পৌরসভার ১নং ওয়ার্ডের মোঃ ইদ্রিস আলীর ছেলে বাদশা মিয়া (২৭), মোঃ সোয়াব মিয়ার ছেলে জীবন মিয়া (২৩),কাটিয়ারা এলাকার মাহবুব মিয়ার মেয়ে লাকী আক্তার (৩৫) ও বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আবু সায়েদ মিয়ার ছেলে আতিক মিয়া (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) মহসীন আল মুরাদ। পুলিশ সূত্রে ও মামলার এজাহার মোতাবেক জানা যায়, মাধবপুরের বাঘাসুরা গ্রামের বিদেশফেরত এক বিবাহিত নারীর সঙ্গে বিজয়নগরের এক্তিয়ারপুর গ্রামের আতিক মিয়া নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।গতকাল বুধবার দুপুরে নারীর সাথে দেখা করার জন্য মাধবপুরে নিয়ে আসে এবং পরে ওই নারীকে বিয়ের আশ্বাসে দেয় আতিক।এরপর তারা একান্ত সময় কাঠানোর জন্য মাধবপুর পৌর শহরের ৬নং ওয়ার্ড কাটিয়ারা গ্রামে লাকী আক্তারের বাসায় ৬০০ টাকা ভাড়া মাধ্যমে একটি কক্ষে উঠেন।পরে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করেন কথিত প্রেমিক আতিক।পরে তাদের উভয়কে আপত্তির অবস্থায় দেখতে পায় বাদশা মিয়া ও জীবন মিয়া।পরে ঐ নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে।পরবর্তীতে ভিকটিম বিষয়টি থানায় জানালে পুলিশ রাতেই বাড়ির মালিক লাকী আক্তারসহ ৪ জনকে গ্রেফতার করে ও একজন পলাতক রয়েছে।এ ঘটনায় রাতেই ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেন।
ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হবে।