কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই
সম্প্রতি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই করা হয়েছে।কমিউনিটি ব্যাংকের এমডি ও সিইও মসিউল হক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের জিএম ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ইডি নুরুন নাহার, কমিউনিটি ব্যাংকের এসইভিপি ও সিআইটিও মোহাম্মদ আবদুল কাইউম খান, ইভিপি ও সিএফও বেনজীর আহমেদ, ইভিপি ও হেড অব অপারেশনস শামসুল হক সুফিয়ানী প্রমুখ।