শিরোনাম

South east bank ad

জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক দক্ষতা উন্নয়ন কর্মশালা

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দুইদিনব্যাপি জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। বুধবার(১৫ সেপ্টেম্বর) সকালে শহরের দশানী এলাকার একটি অভিজাত হোটেলের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় এবং জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি এ্যাড. শরিফা খাতুন, সাধারণ সম্পাদক শেখ আসাদ, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, অবসর প্রাপ্ত শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ, উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহান, লিডার্সের অ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্ধ প্রমুখ।

এই কর্মশালায় বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমানোর উপায়, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে উপকূলীয় মানুেষর বাঁচার কৌশল বিষয়ে প্রয়জনীয় শিক্ষা প্রদান করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: