শিরোনাম

South east bank ad

মায়ারাম গ্রামে দীর্ঘ ৫০ বছর ধরে জীবন যুদ্ধ পানি-কাঁদার সাথে

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাজু খান, (ঝালকাঠি) :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মায়ারাম গ্রামের বাসিন্দাদের দীর্ঘ ৫০ বছর যাবৎ ১২ মাসই পানি ও কাঁদা ভেঙ্গে চলছে তাদের জীবন-যাপন। এ গ্রামে দীর্ঘ দিনেও নির্মিত হয়নি কোন রাস্তা।

বছরের যে কোন মৌসুমে হাটু সমান পানি ও কাদা ভেঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। জনপ্রতিনিধিদের আশার বানীতে যুগের পর যুগ রাস্তা নির্মিত না হওয়ায় ক্ষোভে ও কষ্টে গ্রামবাসী রাস্তার উপর ধানের চারা রোপন করেছেন।

কাঠালিয়া উপজেলার ৪নং কাঠালিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মায়ারাম গ্রামটি দীর্ঘ ৫০ বছরেও রাস্তাঘাটসহ কোন প্রকার উন্নয়নের ছোয়া লাগেনি। এ গ্রামের বাসিন্দাদের যাতায়াতের রাস্তাটি বছরের যেকোন মৌসুমে হাটু সমান পানি ও কাঁদায় একাকার হয়ে থাকে।

ফলে এখানকার মানুষের জীবনযাত্রা খুবই ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। যুগযুগ ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা গ্রামবাসিকে বিভিন্ন ভাবে প্রতিশ্রুতি দিলেও ৫০ বছরেও এ দুর্ভোগের সমাধান হয়নি। প্রায় অর্ধসহস্রাধিক লোকের বসবাস এ গ্রামে। প্রতিদিন বহু শিক্ষার্থীদের এ রাস্তা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে।

অবর্ননীয় দূর্ভোগ উপেক্ষা করে নারী, শিশু ও রোগীদের চলাচল করতে হচ্ছে। গ্রামবাসী ক্ষোভে ও কষ্টে এ বছর পানি নিমিজ্জিত ঐ রাস্তায় ধানচাষ করেছেন। তাদের দাবী অল্প সময়ের মধ্যে রাস্তাটি নির্মান করে এলাকাবাসীকে পানিবন্ধী থেকে মুক্ত করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার জানান, দুর্ভোগের কথা স্বীকার করে রাস্তাটি নির্মান করাসহ ঐ গ্রামের উন্নয়নের আশ্বাস দিলেন।

৮নং ওয়ার্ড, ইউপি সদস্য. মোঃ ফয়সাল আহমেদ মিঠু বলেন, পানিতে নিমিজ্জিত মায়ারাম গ্রামের সমস্যার সমাধান ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা সম্ভব, আমরা অল্প সময়ের মধ্যেই এর সমাধানের চেষ্টা করব।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: