শিরোনাম

South east bank ad

জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ডাকাতের সরদার গ্রেফতার

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের হিলি থেকে শালাইপুর গামী পাকা রাস্তায় কলন্দপুর বেইলী ব্রীজের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ডাকাতি প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলার ডাকাত দলের সরদার শহিদুল ইসলাম কারেন্টসহ তিনজন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ।

রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে পাঁচবিবি থানার আটাপুর ইউনিয়নের হিলি হইতে শালাইপুর গামী পাকা রাস্তায় কলন্দপুর বেইলী ব্রীজের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ডাকাতি প্রস্তুতির সময় ডাকাত দলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: ১। জয়পুরহাট জেলা কালাই উপজেলার ভাটাহার গ্রামের মোঃ আবেদ আলী ছেলে মোঃ শহিদুল ইসলাম কারেন্ট (৪৪) ২। জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের -মোঃ আলম হোসেনের ছেলে মোঃ ইয়ানুর হোসেন (৩০) ৩। দিনাজপুর জেলা হাকিম উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মোঃ নাহিদ শেখের ছেলে মোঃ মাহাবুব শেখ (৩৬)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম বলেন, পাঁচবিবি থানার একটি আভিযানিক টিম পাঁচবিবি থানার আটাপুর ইউনিয়নের হিলি থেকে শালাইপুর গামী পাকা রাস্তায় কলন্দপুর নামক এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি, একটি দেশীয় ওয়ান শুটারগান, তিনটি লোহার তৈরি ধারলো হাসূয়া, একটি লোহার তৈরি ধারালো সামুরাই, একটি লোহার শাবল, চারটি বাঁশের লাঠি, একটি নাইলনের মোটা রশি, তিনটি পুরাতন ব্যবহৃত টর্চ লাইট উদ্ধার পূর্বক তিনজনকে গ্রেফতার করা হয়। বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য তিনি আরও জানা গ্রেফতারকৃত ডাকাত দলের সরদার শহিদুল ইসলাম কারেন্ট এর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায়, কালাই থানায়, বগুড়া শিবগঞ্জ থানায় এবং নাটোর সদর থানায় স্বর্নের দোকান ডাকাতি, বসতবাড়ি ডাকাতি, গরু ব্যবসায়ীর ট্রাকসহ গরু ডাকাতি, মোটর সাইকেল ছিনতাই, অপহরণসহ সর্বমোট এগারটি মামলা রয়েছে। মোঃ ইয়ানুর হোসেন এর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে এবং মোঃ মাহাবুব শেখ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: