নূরানী মাদ্রাসায় মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের টিন বিতরণ
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারায় উত্তর ইছাখালী নূরানী তা'লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাদ্রাসায় গিয়ে এই টিন প্রদান করেন ফাউন্ডেশনের সদস্যরা।
মাদ্রাসা কমিটির অর্থ সম্পদক মাওলানা আলী হোসাইনের কাছে আনুষ্ঠানিভাবে ডেউটিন হস্তান্তর করা হয়।
এসময় ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র সদস্য মুহাম্মদ হাসান সাকিব, মুহাম্মদ সুমন, মুহাম্মদ সাগর ও ওয়াহিদুল ইসলাম মানিক।
মাদ্রাসা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, শিক্ষা বিভাগীয় পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও কমিটির সদস্য মাওলানা ফারুক হোসাইন।
এসময় কমিটির সদস্যরা বলেন, কিছু টিন নষ্ট হওয়ার কারণে অল্প বৃষ্টি হলে মাদ্রাসা ছুটি দিয়ে দিতে হয়। বৃষ্টির কারণে শিক্ষার্থীরা ক্লাস করতে না পারায় মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন দ্রুত সময়ের মধ্যে মাদ্রাসা সংস্কারের জন্য ১০পিস টিন প্রদান করতে পেরে আমরা আনন্দিত।
মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন শুরু থেকে মানবিক কাজে সহযোগিতা দিয়ে আসছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এইভাবে সমাজের প্রতিটি মানবতার কাজে এগিয়ে আসবে।