শিরোনাম

South east bank ad

স্বামীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে দ্বিতীয় স্ত্রী গ্রেফতার

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুরের নকলায় ভ্যান চালক আব্দুর রাজ্জাকের আত্মহত্যা প্ররোচনায় দ্বিতীয় স্ত্রী ময়না বেগম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ধনাকুশা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ময়না বেগম ধনাকুশা এলাকার মৃত. মাহু সেখের কন্যা।

এদিকে, আত্মহত্যার প্ররোচনার ঘটনায় শুক্রবার সকালে প্রথম স্ত্রী মোছা. সুর্জি বেগম নকলা থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, রাজ্জাকের সাথে প্রথম স্ত্রী সুর্জি বেগমের সাথে প্রায় ২৮ বছর পূর্বে বিবাহ হয়। ময়না বেগম প্রতারণার মাধ্যমে একাধিকবার বিভিন্ন পুরুষের নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। অনুমান ২৩ দিন পূর্বে ১৫ লক্ষ টাকা দেনমোহর ধার্য্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ্জাকের সাথে। বিবাহের পর থেকেই ময়না বেগম তার স্বামী রাজ্জাকের সাথে খারাপ আচরন, গালিগালাজ ও বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করত। সেই চাপ ও সম্ভ্রমহানিকর কথাবার্তা সহ্য করতে না পেরে এবং প্ররোচনায় মনের দু:খে উপজেলার ধনাকুশা মধ্যপাড়ায় দ্বিতীয় স্ত্রী ময়না বেগমের দুচালা টিনের বশত ঘরের চালের রুয়ার সাথে উড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাজ্জাক।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, আমরা বৃহস্পতিবারে সংবাদ পাই উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা মধ্যপাড়ায় আব্দুর রজ্জাক নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহতের লাশের সুরতহাল প্রস্তুত করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রাজ্জাকের দুইটি সংসার। প্রথম স্ত্রী মোছা. সুর্জি বেগমের অভিযোগের প্রেক্ষিতে থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা নেওয়া হয়েছে। দ্বিতীয় স্ত্রী ময়না বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: