গ্রীনভয়েসের খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
পরিবেশবাদী যুবসংগঠন গ্রীনভয়েসের প্রতিষ্ঠাতা আলমগীর কবির এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে সারাদেশের ন্যায় গ্রীনভয়েস নেত্রকোণা জেলা শাখার আয়োজনে খাদ্য সহায়তাসহ, সুরক্ষা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার এবং ইউপে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়।
শনিবার সকাল ১১ টায় জেলার পৌর শহরের বিভিন্ন এলাকায় হত দরিদ্রদের মাঝে এ সমস্ত সামগ্রী বিতরণ করেন জেলা শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা সিটি কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, গ্রীনভয়েস নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হোসেন। সাংবাদিক আব্দুর রহমানসহ সংগঠনের সদস্যবৃন্দ।