চট্রগ্রাম রেলওয়ে পুলিশের অভিযানে চুরি যাওয়া মালামাল উদ্ধার
জান্নাতুল ফেরদৌস (২৬) গত (১ সেপ্টেম্বর, ২০২১) তার মা সহ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সোনার বাংলা ট্রেনের ‘ঘ’ বগিতে উঠার সময় তার ভ্যানিটি ব্যাগটি চুরি হয়। যার ভিতর একটি মোবাইল, নগদ ৫৫০০/- টাকা এবং অলংকার রক্ষিত ছিল। পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে থানায় অভিযোগ জানালে, চট্রগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এর সার্বিক দিক নির্দেশনায় ও চট্টগ্রাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃনাজিম উদ্দিন এর তত্ত্ববধানে তাৎক্ষণিক একটি টিম গঠন করা হয়।
টিমের দায়িত্ব প্রাপ্ত এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান, এসআই(নিঃ) সোহরাব হোসেন ফোর্স সহ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মালামালসহ আসামী সাহাবুদ্দিন রনি (৩৫) কে গ্রেফতার করে।
জান্নাতুল ফেরদৌস তার সকল মালামাল উদ্ধার হওয়ায় অত্যন্ত খুশি হন এবং সকলের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানান।