রাজাপুরে গাজাসহ আটক-১
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
ঝালকাঠির রাজাপুরে মো. মাসুম জোমাদ্দার (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধায় উপজেলার বাগড়ি ইউশা ফিলিং স্টেশনের সামনে জেবি পবিরহন থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাজা উদ্ধার করে পুলিশ। মাসুম উপজেলার কানুদাসকাঠি এলাকার মৃত ইয়াকুব আলী জমাদ্দরের ছেলে। পুলিশ জানায়, চট্টগ্রাম টু পাথরঘাটাগামি জেবি পরিবহনে মাসুম ফেনি থেকে গাজা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় তার কাছ থেকে দুই কেজি গাজা উদ্ধার ওতাকে আাটক করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।