শিরোনাম

South east bank ad

পদ্মায় নিখোঁজ হওয়ার দুইদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরের লালপুরের পদ্মা নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে নিখোঁজ হওয়ার দুইদিন পরে পাপড়ী (১১) নামের ৫ম শ্রেনীর এক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পদ্মানদীর গৌরীপুর তালতলা এলাকায় থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পদ্মা নদীর লক্ষীপুর ঘাটে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হয় লক্ষীপুর গ্রামের জুলহাস উদ্দিন পাখির মেয়ে পাপড়ী। পাপড়ী আসিয়াতনুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলো।
স্থানীয়সূত্রে জানা যায় ‘শুক্রবার দুপুর ১টা পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পদ্মানদীর গৌরীপুর তালতলা এলাকায় পাপড়ীর লাশ ভেসে থাকতে দেখে স্থানীরা। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা নদীর লক্ষীপুর ঘাটে পাপড়ি (১১) ও তার খালাতো বোন রানী (১১) নদীতে গোসল করতে নামে। এ সময় ২জন স্রোতে ভেসে গেলে রানীর মা কোহিনূর বেগম রানীকে উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় পাপড়ি।

খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল যৌথ ভাবে উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও পাপড়ীর খোঁজ না পেয়ে প্রথম দফা উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় দফা উদ্ধার অভিযান চালিয়েও পাপড়ীর কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: