৬২ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরে ৬২ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২০২০-২১ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন জেলার ৬২টি নিবন্ধিত মহিলা সমিতির মধ্যে মোট ১৮ লাখ ৯৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।