শিরোনাম

South east bank ad

পাথরঘাটায় পানির লেয়ার অনুসন্ধানে বিস্ফোরণ

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনার পাথরঘাটা উপজেলায় মাটির ভূগর্ভ থেকে নিরাপদ পানির অনুসন্ধান করতে গিয়ে লেয়ার গ্যাসের বিস্ফোরণ ঘটে।

এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি সম্পদ অধিদপ্তর থেকে আসা পানি অনুসন্ধানকারীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

পানি সম্পদ অধিদপ্তর থেকে আসা হাইড্রোজিওলজিষ্ট মোহাম্মদ ফুয়াদ জানান- গত ৩ দিন ধরে তারা মাটির নিচের ১ হাজার ফিট পাইপ প্রবেশ করিয়ে নিরাপদ পানির অনুসন্ধান চালায়। শুক্রবার জুমার নামাজের পরপরই হঠাৎ মাটির ভিতরে বিস্ফোরণ হয়ে প্রায় ৩০ থেকে ৪০ ফিট উপরে বিষ্ফোরিত হয়।

স্থানীয়রা জানান- ঘটনার পর থেকে ১ কিলোমিটার এলাকা জুড়ে মাটির কম্পন তৈরির পাশাপাশি এলাকায় বিভিন্ন পুকুর থেকেও বুদ বুদ করে গ্যাস বের হচ্ছে। এতে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কমান্ডার সিদ্দিকুর রহমান জানান- ঘটনার পর থেকেই আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়েছি। এছাড়াও এলাকায় মাইকিং করে সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: