আগামীকাল বরগুনা জেলা যুবলীগের বর্ধিত সভা
এম.এস রিয়াদ, (বরগুনা):
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলা শাখার ২০২১ সালের বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার। বর্ধিত সভাটি বরগুনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জেলা যুবলীগের সভাপতি ও বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় থাকবেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন সাবু।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য- কফিল উদ্দিন, মোঃ সাইফুর রহমান সুমন, আব্দুল্লাহ আল মামুন মিঠু, আমিনুল ইসলাম খান শিপন, বাবুল আহমেদ খান ইমন, আরিফুর রহমান লিমন ও মোঃ কামরুজ্জামান রোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
গুঞ্জন শোনা যাচ্ছে বর্ধিত সভায় জেলা যুবলীগের নতুন করে কমিটি দিতে সম্মেলন এর তারিখ ঘোষণা হতে পারে। পদ পেতে চালিয়ে যাচ্ছে নেতাকর্মীরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা।
আগামীকাল বর্ধিত সভা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় নেতাকর্মীরা নানা ডিজাইনের ফেস্টুন, লিফলেট ও ব্যানার টানাতে। এ যেনো মহামিলনের এক অভিপ্রায়।