মেলান্দহে হাডুডু খেলা অনুষ্ঠিত
শামীম আলম,জামালপুর :
জামালপুর জেলার মেলান্দহ উপজেলা দূরমুঠ ইউনিয়নে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলার মেলান্দহ উপজেলার দূরমুঠ ইউনিয়নের হাতিজা চাঙ্গা মোড় এলাকায় আব্দুল গফুর স্মৃতি সংঘের উদ্যোগ এ হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল গফুর স্মৃতি সংঘ আয়োজিত হাডুডু খেলা পরিচালনা কমিটির সভাপতি জহুরুল হক তোতা মেম্বারের সভাপতিত্বে হাডুডু খেলায় অংশ গ্রহন করেন সিরাজাবাদ হাবিবুর রহমান খান স্মৃতি একাদশ ও হাতিজা পাইলিং ঘাট একাদশ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চাঁন। এ হাডুডু খেলাটি কয়েক হাজার দর্শক উপভোগ করেন। বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাটি পরিচালনা করেন আকরাম হোসেন। এ হাডুডু খেলায় সিরাজাবাদ হাবিবুর রহমান খান স্মৃতি একাদশ ১-০সেটে জয়ী হয়েছে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন হাডুডু খেলা পরিচালনা কমিটির সভাপতি জহুরুল হক তোতা মেম্বার।