জামালপুরে দুই বোনের মরদেহ উদ্ধার
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি এলাকায় ডোবা থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে লাশ দুটি উদ্ধার করা হয়।
সদর উপজেলা আরংহাটি এলাকার শফিকুল ইসলামের পাঁচ বছর বয়সী মেয়ে রাবেয়া খাতুন ও একই এলাকার ছামিনুর ইসরামের চার বছরের মেয়ে সুমাইয়া খাতুন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
আলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ জানান, বুধবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় রাবেয়া ও সুমাইয়া। সন্ধ্যা পার হলেও তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। তাদের কোন সন্ধান পাওয়া যায়নি । খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে পাশের ডোবা থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।