দুর্গাপুর সীমান্ত থেকে ভারতীয় চা-পাতা ও সুপারি জব্দ
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুরে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা ও পচা সুপারী জব্দ করেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) বিকালে প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার রাতে দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া বিওপির নায়েব সুবেদার মো: ওয়াহেদুজ্জামান এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি টিম সীমান্তে টহল দিচ্ছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ১১৫৬/৮-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাড়ংপাড়া নামক এলাকা হতে পরিত্যাক্ত একটি ঘর হতে এই মালামাল জব্দ করে বিজিবি।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫০ বস্তা (৩শ’ কেজি) ভারতীয় চা-পাতা এবং ১৬৩ বস্তা (৮১৫০ কেজি) ভারতীয় পচা সুপারী। যার আনুমানিক মূল্য ৪৫ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা।
আটককৃত ভারতীয় সুপারি নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে এবং চা পাতা ধ্বংস করার জন্য সদর ব্যাটালিয়ানে জমা করা হয়েছে। তবে কোন চোরাকারবারী আটক করতে পারেনি বিজিবি।