রাজশাহীতে নাশকতা মামলায় শিবিরের তিন সদস্য গ্রেপ্তার
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার আসামী শিবিরের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকালে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বিলসিমলা বন্ধগেট এলাকার মো. আব্দুর রউফের ছেলে চাঁন সওদাগর, কাটাখালী থানার কাপাসিয়া মৃধাপাড়ার মো. আকরাম আলীর ছেলে মো. শাকিল আহম্মেদ আরিফ ও মতিহার থানার মির্জাপুর গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. সবুজ আলী।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়- বুধবার দিবাগত রাত ১১টা থেকে ভোর পর্যন্ত রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদ এ নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহানরগীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার আসামী চাঁন সওদাগর, মো. শাকিল আহম্মেদ আরিফ ও মো. সবুজ আলীকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা স্বীকার করে, তারা শিবিরের সক্রিয় সদস্য। এই আসামী ও তাদের সহযোগীরা বিভিন্ন মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও নাশকতার উদ্দেশে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করে এবং তাদের সংগঠন শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করে থাকে। গ্রেপ্তারকৃত আসামীদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।