শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (দুর্গাপুর) :

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারী এনজিওদের সহযোগীতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে,বুধবার এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে এক র‌্যালি শেষে ‘‘মানবকেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা : ডিজিটাল বিভাজন কমিয়ে আনা’’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আবু তাহের ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি শামীম কবীর, আদিবাসী নারীনেত্রী লুদিয়া রুমা সাংমা প্রমুখ।

বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা, এই শ্লোগানে আমাদের দেশ নিরক্ষরতার হাত থেকে অনেকাংশে এগিয়ে চলেছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্কুল কলেজের শিক্ষকগন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে শিক্ষা প্রদান করে যাচ্ছেন। সাধারণ মানুষ শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। করোনা পরবর্তিতে শিক্ষাঙ্গন খোলা হলে অন্যান্য শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে উপস্থিত শিক্ষকদের আহবান জানানো হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: