দুরন্ত মাদারীপুরের বৃক্ষ রোপণ ও সেলাই মেশিন বিতরণ
আরাফাত হাসান, (মাদারীপুর) :
গাছ লাগান,পরিবেশ বাচান শ্লোগান সামনে দুরন্ত মাদারীপুরের পক্ষ থেকে পাঁচশতাধিক বৃক্ষরোপণের মধ্যে দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আজ বুধবার দুরন্ত মাদারীপুর সংগঠন ( একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন) থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আসমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ কর্মসুচির শুভ উদ্বোধনে অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুদ্দিন গিয়াস, সিনিয়র সাংবাদিক এস এম আরাফাত হাসান, আসমত আলি খান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, এবং উক্ত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুরন্ত মাদারীপুর সংগঠনের এ্যাডমিন প্যানেলের সদস্য বৃন্দ। এতে সভাপতি করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান বকুল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিস্টি মেঘলা,জুবায়ের জাহিদ, ইমরান ,জিহাদ ,সৌরভ ,সাব্বির , সাগরসহ অন্যান্যরা।
বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে পেয়ার পুর, ত্রিভাগদি,কুনিয়া, কালির বাজার, সমাদ্দার স্কুল প্রাঙ্গণসহ আরোও কয়েকটি স্থানে।
এছাড়াও বিকেলে বিকেলে একজন অসহায় মহিলা কে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছে।