শিরোনাম

South east bank ad

সুদের টাকা দিতে না পারায় কান কেটে দিলেন দাদন ব্যবসায়ী

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

চিকিৎসার খরচ যোগাতে না পেরে নিজের আট আনি সোনার কানের দুল বন্ধক রেখে এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে প্রতি সপ্তাহে দুই হাজার টাকা সুদের উপর ২০ হাজার টাকা নিয়েছিলেন নাজমা বেগম নামে এক নারী। তিন সপ্তাহ সুদের টাকা দিতে না পারায় দলবল নিয়ে এসে ওই নারীর স্বামীকে মারপিট করে কান কেটে দুল নিয়েছে দাদন ব্যবসায়ী।

এ ঘটনায় মঙ্গলবার রাতে নাজমা বেগম বাদি হয়ে ৫জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

নাজমা বেগম বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তরপাড়ার এনামুল হকের স্ত্রী।

নাজমা বেগম জানান, তার স্বামী এনামুল হক একজন সিএনজিচালিত অটোটেম্পু চালক। অন্যের অটোটেম্পু ভাড়া চালিয়ে যা পায় তাই দিয়ে কোন রকমে সংসার চলে। তিন মাস আগে তার অসুস্থতার কারণে প্রতিবেশী কোরবান আলীর ছেলে দাদন ব্যবসায়ী মজনু মিয়ার (৪৫) কাছ থেকে আট আনি সোনার কানের দুল বন্ধক রেখে ২০ হাজার টাকা নিয়েছিলেন। এজন্য তাকে প্রতি সপ্তাহে দুই হাজার টাকা সুদ দিতে হতো। অসুস্থতার কারণে গত ২/৩ সপ্তাহে সুদের টাকা দিতে না পারায় মঙ্গলবার বেলা ১২টার দিকে দাদন ব্যবসায়ী মজনু মিয়া তার ৪/৫ জন সহযোগী নিয়ে এসে তার স্বামী এনামুল হককে বেদম মারপিট করে। একপর্যায়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে ইট দিয়ে কান থেতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে দাদন ব্যবসায়ী মজনু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: