শিরোনাম

South east bank ad

সিংগাইরে ইয়াবা ও গাঁজাসহ আটক-৩

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ) :

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১ লক্ষ ৩৫ হাজার ৬শত টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট, গাজা এবং মাদক বিক্রয়ের নগদ ১৩শ টাকা সহ পৃথক দুইটি অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন।

গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সিংগাইর থানা ধীন মোসলেমাবাদ এলাকায় মাদক ব্যবসায়ী হারুনুর রশিদ সজীব ওরফে মোঃ হারুন পাঠাদার (৩০)এর বসতবাড়ি অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১৩শ টাকা সহ তাকে আটক করেন। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা। তার পিতার নাম মৃত মোসলেম পাঠাদার, গ্রামের বাড়ি মোসলেমাবাদ, থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জ অপরদিকে ডিবি পুলিশের আরেকটি দল সন্ধ্যায় একই থানায় বৈরাগীরটেক চারিগ্রাম সাহরাইল সড়কের মহর ব্যাপারীর মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাজা ও ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেন। ১। মোঃ জাহিদ হোসেন (২৭) পিতা ওয়াহিদুল ইসলাম ২। শেখ শিপন (১৯) পিতা শেখ জসিম।উভয়ের সাং খতিয়া, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা। আটককৃত দুইজনের কাছ থেকে ৩শ গ্রাম গাজা ও ২২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গাজার মূল্য ৯ হাজার টাকা ও ২২ পিচ ইয়াবা ট্যাবলেটের মূল্য ৬ হাজার ৬শত টাকা। পৃথক দু'টি অভিযানের মাদকের মোট বাজার মূল্য আনুমানিক ১লক্ষ ৩৫ হাজার ৬শত টাকা।

মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ হানিফ সরকার বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে। এই বিষয়ে কোন ছাড় দেওয়ার সুযোগ নেই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: