টাঙ্গাইলের বিস্তির্ণ জনপদ এখনও বন্যা কবলিত
মো. আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :
গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কমলেও অন্যান্য শাখা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এরফলে কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। লোকালয়ে ঢুকে পরা বন্যার পানি এসব এলাকা হতে ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে নিচু এলাকা হওয়ায় বাসাইল, নাগরপুর, দেলদুয়ার, ভুয়াপুর, মির্জাপুর, কালীহাতি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে এ অঞ্চলে।
পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান পানি কমলেও যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার বিস্তির্ণ জনপদ এখনও বন্যা কবলিত হয়ে আছে।
এদিকে বন্যা দূর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানীর অভাব। বেশ কয়েকদিন পানি বন্দী থাকায় দেখা দিয়েছে পানিবাহীত নানা রোগ। এমন কথাই বলছে জেলার বন্য দূর্গতরা। সেই সাথে সরকারী বা বেসরকারী কোন জায়গা থেকেই সাহায্য না পাওয়ার অভিযোগ তাদের।