শিরোনাম

South east bank ad

চরফ্যাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম, (চরফ্যাসন) :

ভোলা জেলার চরফ্যাসন উপজেলা জাহানপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ ইমাম হোসেনের ১৮ মাসের কন্যা শিশু ইমা বেগম পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে৷

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় মা শিশুটিকে উঠানে খেলতে দিয়ে গৃহস্থালির কাজে ব্যস্ত থাকার ফাঁকে হাটতে হাটতে পুকুরে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়৷

পারিবারিক সূত্রে জানা যায়, ইমাম হোসেনের দুই সন্তানের মধ্যে ইমা বেগম ছিলো দ্বিতীয়৷ শিশুটি নিজ বাড়ির উঠানে খেলা করছিল। ধারণা করা হচ্ছে খেলাধুলার একপর্যায়ে সে হাটতে হাটতে ১শত ফুট দূরত্বে পুকুর পারে চলে যায়৷ সেখান থেকে যেকোনো ভাবে পানিভর্তি পুকুরে পড়ে তলিয়ে যায়। হঠাৎ শিশুর মা তাকে উঠানে খেলতে না দেখে অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা জড়ো হয়৷ প্রায় এক ঘন্টা পরে বিকাল ৫টায় শিশুটিকে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পায়৷ পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন৷

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, সন্ধ্যার পরে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: