শিরোনাম

South east bank ad

সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী নূরুল আমিন খানের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা নুরুল নূরুল আমিন খান পাঠানের ২১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে স্মরণসভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য নূরুল আমিন খান পাঠান ২০০০ ইং সনের ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, নূরুল আমিন খান ছিলেন গৌরীপুরের একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, জাতীয় পার্টির অন্যতম নেতা, সফল জনপ্রতিনিধি ও ব্যবসায়ী। তৎকালীন সময়ে নূরুল আমিন খান পাঠান প্রথমে জাতীয় পার্টি থেকে উপজেলা পরিষদ চেয়াারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তার জীবদ্দশায় নিজ গৌরীপুর পৌর এলাকায় পতিতালয় উচ্ছেদ করে প্রতিষ্ঠা করেন ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা। এছাড়া প্রতিষ্ঠা করেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়, শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, শহরবানু বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

স্বাস্থ্য উপ-মন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি গৌরীপুর পৌর শহরে ভালুকায় আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: