মানিকগঞ্জে ডিবির অভিযানে আটক-৩
সাব্বির আহমেদ সাইফুল, (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ লক্ষ ১২ হাজার টাকার মূল্যের হিরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ পৃথক দুটি অভিযানে ৩ জনকে আটক করেন।
৫ সেপ্টেম্বর বিকেল বেলা ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান চেয়ারম্যান বাড়ীর মোড় হতেডাউটিয়াগামী ইটের সলিং রাস্তার ফুটপাতের উপর হইতে আসামী ১। মোঃ ইমদাদুল হক সানি (৩১) কে ২০ গ্রাম হিরোইন সহ আটক করেন । তার পিতার নাম মোঃ ইমান উদ্দিন সাথে থাকা২নং আসামি ইকবাল হাসান শামীম দৌড়ে পালিয়ে যায়। তারা দুজন দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ সদর থানাধীন বিভিন্ন জায়গায় হিরোইন বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ২০ গ্রাম হেরোইন যাহার মূল্য অনুমান ২ লক্ষ টাকা।
রাতে একই এলাকা হতে সানোয়ারের চায়ের দোকানের সামনে থেকে ১০ গ্রাম হিরোইন ও ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আট করেন। ১ নং আসামি ইকবাল হোসেনকে ০৮ গ্রাম হিরোইন ও ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন, অপর ২ নং আসামি মোঃ সুমন মৃধাকে ২ গ্রাম হিরোইনসহ আটক করে ।১ নং আসামী ইকবাল হোসেন (২৯ )পিতা মৃত ভেটকু মিয়া,২ নং আসামী মোঃ সুমন মৃধা(২৩) পিতা আবুল কালাম মৃধা। মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ হানিফ সরকার জানান বিকাল ও রাতের অভিযানে উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য
৩ লক্ষ ১২ হাজার টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, এ বিষয়ে কোন রকম ছাড় দেওয়ার সুযোগ নেই।