বন্যার্তদের মাঝে ইউএনও’র ত্রাণ সামগ্রী বিতরন
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের বকশীগঞ্জে বন্যা দু’র্গত এলাকায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে ।
রোববার সাধুপাড়া ইউনিয়নে বিভিন্ন গ্রামে এসব খাদ্য সামগ্রী ও নগত অর্থ বিতরণ করা হয় ।
খাদ্য সামগ্রী ও নগত অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইউপি সদস্য শফিক কামাল সুজন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন লিজা জানান,সাধুরপাড়া ইউনিয়নের ১লক্ষ টাকা ১ টন চাউল দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও সহায়তা দেয়া হবে। সূত্রে জানান যায় ,বন্যা দু’র্গত ২০০ জনের মাঝে খাদ্য সামগ্রী ও প্রত্যেককেই নগদ ৫ শত করে টাকা বিতরণ করা হয়েছে।