আব্দুল আলী’র ৫ম মৃত্যুবার্ষিকীতে আ’লীগের স্মরণসভা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল আলী’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু বিধু ভূষন দাস, সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও মরহুম আব্দুল আলীর ২য় পুত্র ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহাম্মদ, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম প্রমুখ।