৪ দফা দাবিতে রাবি উপাচার্যকে ক্যাম্পাস ছাত্রলীগের স্মারকলিপি
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
করোনার সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আবাসন ও পরিবহন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের মেডিকেলেই করোনা টিকার দ্বিতীয় ডোজের ব্যবস্থা করাসহ চারটি দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পরও শিক্ষার্থীদের কাছে থেকে বিভিন্ন ধরনের ফি আদায় করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ও পরিবহনসহ সকল ফি সম্পূর্ণরূপে প্রত্যাহারের দাবি জানান তারা। এছাড়া এরই মধ্যে যাদের কাছে হলের আবাসন ফি, পরিবহন ফিসহ বিভিন্ন ফি আদায় করা হয়েছে তাদের টাকা ফেরত দেওয়ারও দাবি জানানো হয়।
এছাড়া মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও কোভিড-১৯ চিকিৎসার সুব্যবস্থা করার দাবি উল্লেখ করা হয় স্মারকলিপিতে। পাশাপাশি যে সব শিক্ষার্থী করোনা টিকার প্রথম ডোজ নিজ এলাকা থেকে নিয়েছেন কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশের কারণে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার আগেই রাজশাহী আসেতে হয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
অন্যদিকে পরীক্ষার রুটিন প্রকাশের ফলে অনেক শিক্ষার্থী রাজশাহীতে অবস্থান করছেন এবং আবাসন সংকটের ফলে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের দ্রুত আবাসিক হল গুলো খুলে দেওয়ার দাবিও জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে এসময় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।