বরগুনার জনশক্তি অফিস এখন জনবল সংকটে
এম.এস রিয়াদ, (বরগুনা):
বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ টিকে আছে প্রবাসীদের ওপর। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের ওপর৷ আগের থেকে তুলনামূলক প্রবাসীদের সর্বোচ্চ সম্মানের স্থানে রাখা শুরু করেছেন সরকার। দিয়ে যাচ্ছেন প্রবাসীদের মেধাবী সন্তানদের মাসিক শিক্ষাবৃত্তি। কর্মসংস্থান ও জনশক্তি দফতরের সহযোগিতায় বিদেশে কর্মরত প্রবাসীদের মৃত্যু হলে অথবা কোন ধরনের সমস্যায় পড়লে এই দপ্তরটি সর্বাত্মক সহযোগিতা করে থাকেন।
অথচ আজ সেই দপ্তরই হতাশাগ্রস্থ। বরগুনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জন্য মঞ্জুরীকৃত পদগুলোর মধ্যে সহকারি পরিচালক পদে ১ টি। যা দীর্ঘ দশ বছর যাবত শূন্য রয়েছে। বরিশালের সহকারি পরিচালক (ডিইএমও) বরগুনা জেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বাকি তিনটি পদের মধ্যে জনশক্তি জরীপ কর্মকর্তা ২জনে রয়েছে ১ জন, ইউডিএম কাম একাউন্টেন্ট ১ টি পদের ১টিই শূন্য। অন্যদিকে অফিস সহায়ক পদটিও শূন্য রয়েছে অনেকটা বছর ধরে।
কিন্তু এই দপ্তরটি চলতি বছরের গত আগস্ট মাস পর্যন্ত রেজিস্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিদেশগামীদের সহযোগিতা করেছেন নারী ও পুরুষ মিলিয়ে সর্বমোট ১ হাজার ৬ শ' ৫১ জনকে। বরগুনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের মাধ্যমে ২০১০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত বিদেশেগামীর সংখ্যা পুরুষ- ২১ হাজার ৪শ' ৯ ও নারী- ১০ হাজার ৭শ' ৯৯ জন প্রবাসে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। তবে জনবল সংকটের কারণে বরগুনা জেলার মানুষ সেবা থেকে কিছুটা হলেও বঞ্চিত হচ্ছেন।
জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ এশিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সম্প্রতি এডিবির এক জরিপে উঠে এসেছে এ তথ্য। আর এ অঞ্চল থেকে শীর্ষে আছে ভারত। যদিও নানান কারণে মাঝেমধ্যে জনশক্তির বাজার সংকুচিত হয়ে পড়ছে এমন খবরও আসে। তারপরও এডিবির সাম্প্রতিক এই তথ্য আমাদের কাছে আশা জাগানিয়ার কারনও বটে।
বাংলাদেশের আছে প্রচুর জনশক্তি। এই জনশক্তি বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে। বিদেশগামীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। আর এই বিশেষায়িত শিক্ষায় দক্ষ করে তুলতে হলে প্রয়োজন কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের দক্ষ জনবল।
বরগুনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের জনশক্তি জরীপ অফিসার এম, ফকরুল আলম জানান- জনবল সংকটের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিমাসেই আমরা রিপোর্ট পাঠিয়ে থাকি। বরগুনা জেলার এ সংকট কাটিয়ে উঠতে হলে কর্তৃপক্ষের সুদৃষ্টি অবশ্যই প্রয়োজন।