বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আজ রোববার (৫ সেপ্টেম্বার, ২০২১) সকাল এগারোটায়, বিএমপি'র উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার, পিপিএম।
এ-সময় তিনি বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা অতিঃ দাঃ এয়ারপোর্ট থানা বিএমপি মোঃ রবিউল ইসলাম শামীম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা মোঃ ইব্রাহিম হোসেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা ও কাউনিয়া থানা সহ অন্যান্য অফিসারবৃন্দ।