শিরোনাম

South east bank ad

ফরিদপুরের আলফাডাঙ্গায় নদী ভাঙন এলাকায় পুলিশের ত্রাণ বিতরণ

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, ফরিদপুর:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায মধুমতি নদী ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশের উদ্যোগে উপজেলার বাজড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সমাবেত ক্ষতিগ্রস্থদের হাতে চাল, ডাল, আটা ও লবনসহ ত্রাণ সামগ্রী তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
এ সময় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর, আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, গোপালপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নূরী বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, সাধারণ সম্পাদক মো. ফরিদউদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, নদী ভাঙ্গনে নিঃস্ব পরিবারগুলোর ক্ষতি পুষিয়ে ওঠা সময় সাপেক্ষ এবং কষ্টকর। বিষয়টি বিবেচনা করে ফরিদপুরের পুলিশ বিভাগ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে মাত্র। তিনি বলেন, প্রধানমন্ত্রী নদীপথ ফিরিয়ে আনার জন্য সরকারের বিভিন্ন বিভাগকে ব্যবস্থা নেওযার নির্দেশ দিয়েছেন। পরে পুলিশ সুপার আলিমুজ্জামান ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং পাউবোর অস্থায়ী ভিত্তিতে ভাঙ্গনরোধে গৃহিত কাজের মান তদারকি করেন।
ফরিদপুর পানি উন্নযন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকোশলী পার্থ প্রতিম সাহা বলেন, গত এক মাস আগে থেকে মধুমতি নদীতে ভাঙ্গন শুরু হয়। দুই সপ্তাহ ধরে বালিভর্তি জিওব্যাগ ফেলে ভাঙ্গনরোধে অস্থায়ী ভিত্তিতে কাজ চলছে। তিনি বলেন, স্থায়ীবাঁধ নির্মাণ করে ভাঙ্গনরোধের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: