গৌরীপুর পৌর পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহের গৌরীপুর পৌর শাখার নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন গৌরীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর।
গৌরীপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ বাগচী ও সাধারণ সম্পাদক কিশোর পাল সজীবের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, গৌরীপুর পৌর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শংকর ঘোষ পিলু, সুপক রঞ্জন উকিল, সুশান্ত রায়, সুমন এস, যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী গৌড়, সাংগঠনিক সম্পাদক শান্ত পন্ডিত প্রমুখ।