শিরোনাম

South east bank ad

নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে চালকের লাশ উদ্ধার

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর শরেষপুর ডোবা থেকে আবিদুর রহমান (১৫) নামের এক চালকের মরদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নিহত আবিদুর রহমান নবীগঞ্জ পৌর এলাকার কেলি কানাইপুর গ্রামের ফাত্তা মিয়ার পুত্র ও অটোরিকশা (মিশুক) চালক।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর সরিষপুর গ্রামে রাস্তার পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে তাৎক্ষনিক বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আবুল খায়ের ঘটনারস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে নবীগঞ্জ থানাকে নির্দেশ প্রদান করেন। এর আগে গত ৩১ আগস্ট মঙ্গলবার গুজাখাইর থেকে নবীগঞ্জে এসে যাত্রী নিয়ে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুর থেকে নিখোঁজ হয় ওই চালক। এর পর তার পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে (১সেপ্টেম্বর) নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

অবশেষে নিখোঁজের ৩দিন পর শুক্রবার সদর ইউনিয়নের গুজাখাইর শরেষপুর ডোবা থেকে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ চালকের মরদেহ উদ্ধার করেন।

নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ জানান, স্থানীয়দের সহযোগীতায় লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং তার অটো উদ্ধার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে হত্যার ক্লো ও চালকের অটোরিক্সা উদঘাটন করতে পারব।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: