শিরোনাম

South east bank ad

প্রেমের টানে সন্তানের জননীকে নিয়ে উধাও যুবক

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম, নুরুন্নবী, (তজুমদ্দিন) :

ভোলার তজুমদ্দিনে পরকিয়া প্রেমের সুত্রধরে এক সন্তানের জননীকে নিয়ে পালিয়ে গেছে সুজন (২৪) নামের এক যুবক। মঙ্গলবার (৩১ আগষ্ট) ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামে উপজেলা কমপাউন্ড সংলগ্ন এলাকা হতে তারা স্বামী সঞ্জিতের নগদ টাকা ও স্বার্ণালঙ্কারসহ পালিয়ে যায় তারা। এঘটনায় ওই নারীর স্বামী সঞ্জিত চন্দ্র শীল থানায় একটি সাধারন ডায়রী করেন, যার নম্বর : ৫২, তারিখ : ০২ সেপ্টেম্বর।

অভিযোগ সুত্রে জানা যায়, ওই নারীর স্বামী সঞ্জিত চন্দ্র শীল স্ত্রী-সন্তান নিয়ে উপজেলা কমপাউন্ড সংলগ্ন এলাকায় যোথিস দেবনাথের বাসায় ভাড়া থাকতো। স্বামী বিচ্ছিন্ন দ্বীপ চর-জহির উদ্দিনের একটি সেলুনে কাজ করার সুবাদে প্রায়ই সেখানে অবস্থান করতেন। এই সুযোগে তার স্ত্রী নমিতা রানী (21) এর সাথে বাড়ির মালিক যোথিস দেবনাথের ছেলে ঢাকার একটি বে-সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন দেবনাথের সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি কিছু দিন আগে জানা জানি হলে সুজনের বাবাসহ পাশ্ববর্তীদের কাছে প্রতিকার চায় স্বামী সঞ্জিত। কিন্তু যোথিস ও স্থানীয় প্রভাবশালীদের চাপে কোন প্রতিকার পায়নি সে। একপর্যায়ে সঞ্জিত ভাড়া বাসা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার খবর জানতে পেরে সুজন মঙ্গলবার (৩১ আগষ্ট) ভোরে প্রেমিকা নমিতা ও তার ৪ বছরের ছেলে দ্বীপ্তকে নিয়ে পালিয়ে যায়। এসময় সঞ্জিতের বাসায় রক্ষিত নগদ ৩৫ হাজার টাকা ও তার স্ত্রীর ব্যবহৃত ২ ভরি স্বর্ণের অলংকার খোয়া যায়।

ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, অভিযোগ পেয়েছি, কিন্তু এখনো তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: