দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
এস.এম রফিক, (দুর্গাপুর) :
নেত্রকোনার দুর্গাপুরে পুকুরে ডুবে দুই বছর বয়সের শিশু তোফা মনির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নলুয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের কৃষক নুরুজ্জামানের কন্যা।
জানা যায়, বুধবার সকালে বাড়ির রান্নার কাজে ব্যস্ত ছিল শিশুটির মা। বাড়ির উঠানে শিশুটি খেলা করার এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটির মা বাড়ির উঠানে তুফা মনিকে না পেয়ে খোজাখুঁজি শুরু করে। সকাল ৯ টায় স্থানীয়রা শিশুটির দেহ পুকুরে ভাসতে দেখে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ এর প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।