বগুড়ায় বৃদ্ধা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় এক বৃদ্ধা বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার সময় শামসুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বগুড়ার কাহালু পৌর সদরের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক শামসুল পালপাড়ার গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে।
এ ঘটনায় রাতেই ওই মহিলা ধর্ষণ চেষ্টা মামলা করলে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, ঘটনার রাতে ভিকটিম নামাজ পড়ে নিজ ঘরে দলজার ছিটকানি না আটকিয়ে ঘুমিয়ে পড়েন। এসময় শামসুল তার ঘরে গিয়ে তাকে জড়িয়ে ধরে পড়নের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা চালায়। ভিকটিমের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাকে হাতে-নাতে আটক করে।