শত কিলোমিটার দূরে ভেঁসে উঠলো নিখোঁজ হওয়া শিক্ষকের লাশ
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুরে পদ্মানদীর ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া দুজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষক এর লাশ প্রায় ১০০ কিলোমিটার দূরে ভেঁসে উঠেছে। নিখোঁজ হওয়া শিক্ষকের নাম আজমল হোসেন। তিনি শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ছিলেন।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে প্রায় ১০০ কি.মি ভাটিতে শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতুর ৩৩ নং পিলারের কাছে পাওয়া গেছে। নিখোঁজের ৭ দিন পর ভেসে উঠলো শিক্ষকের লাশ। ভিকটিমের পরিবারের সদস্য ও কোতোয়ালি থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি টিম লাশ নিয়ে আসার জন্য রওনা হয়েছে ফরিদপুরের উদ্দেশ্য।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৫ আগষ্ট বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর সদরের নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পন্টুনের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক, মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩ জন শিক্ষক ও মাঝিকে উদ্ধার করা সম্ভব হলেও ২ শিক্ষক পানির স্রোতে ভেসে যান। নিখোঁজ ওই দুই শিক্ষক হলেন ফরিদপুর উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।