পুলিশ সদস্যকে (অব:) পুষ্প-সজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দিলেন এসপি
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ রুহুল আমীনকে পুষ্প-সজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দিলেন এসপি মোঃ আলিমুজ্জামান বিপিএম (সেবা)।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) ফরিদপুর জেলায় কর্মরত কনস্টেবল মোঃ রুহুল আমীন বার্ধক্য জনিত কারণে চাকুরী জীবন শেষে অবসর গ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার, ফরিদপুর মোঃ আলিমুজ্জামান, বিপিএমসহ অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে তার বিদায়কালে শুভেচ্ছা জানান হয়।
অবসরকালীন সময়ে পরিবার পরিজন নিয়ে বাকি দিনগুলো যেন সুখে শান্তিতে কাটাতে পারেন সে জন্য পরম করুণাময়ের নিকট মঙ্গল কামনা করা হয়। সর্বশেষে পুলিশ সুপারের নির্দেশে পুষ্প সজ্জিত পুলিশের গাড়িতে করে তাকে নিজ বাড়ীতে পৌঁছে দেয়া হয়।