শিরোনাম

South east bank ad

১৪ কেজির কাতল বিক্রি হলো ২০ হাজার টাকায়

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :

পদ্মা ও যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ।মাছটি দৌলতদিয়া ঘাটে এনে ওজন দিলে দেখা যায় মাছটির ওজন সাড়ে ১৪ কেজি।

১ সেপ্টেম্বর বুধবার সকালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর এলাকা থেকে সালাম নামের এক জেলের জালে ধরা পরে মাছটি

পরে জেলে সালাম সরদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে আনলে ফেরিঘাট এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ি শাকিল-সোহান মৎস আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৩শত টাকাই ক্রয় করেছেন।

জেলে সালাম সরদার বলেন, ভোরের দিকে ট্রলারে করে আমরা কয়েকজন মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় পদ্মায় মাছ ধরতে যাই।মূলত ইলিশ ধরার উদ্দেশ্যেই আমরা বের হয়েছিলাম কিন্তু ইলিশ না পেয়ে আমরা সবাই হতাশ হয়ে যাই।পরে সকালের দিকে জাল উঠানোর সময় জালে জোরে টান পরে। তখন জাল তুলতেই দেখি বড় একটি কাতল মাছ। এখন ইলিশের সময় হলেও পদ্মায় ইলিশের দেখা মিলছে না। কিন্তু বড় বড় কাতল,রুই,আইড়, বাঘাইড়ের দেখা মিলছে।

শাকিল-সোহান মৎস আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মায় বড় কোন মাছ ধরা পড়লে চেষ্টা করি সবার আগেই মাছটির ক্রয় করার।কারণ বড় মাছ কেনার প্রতি আমার একটা নেশা রয়েছে। পদ্মার বড় মাছের চাহিদাও বেশি।মানিকগঞ্জ সহ আশেপাশের এলাকায় বড় বড় মাছ ধরা পড়লে জেলের দৌলতদিয়া ঘাটে এসেই বিক্রি করে।তখন আমি নিলাম সর্বচ্চ দাম দিয়ে মাছ গুলো কিনে নেই এবং মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে লাভে মাছগুলো বিক্রি করে থাকি।

তিনি বলেন, সাড়ে ১৪ কেজির এই কাতলটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৩০=শত টাকাই ক্রয় করেছি।এখন বড় ব্যবসায়ি ও শিল্পপতিদের সাথে যোগাযোগ করছি মাছটি বিক্রির জন্য।

জেলা মৎস কর্মকর্তা রোকোনুজ্জামান জ, জানিয়েছেন পদ্মা ও যমুনা থেকে এখনও বড় বড় মাছ হারিয়ে যায় নি। ইলিশের মৌসুম হলেও পদ্মায় ইলিশ না থাকায় জেলেরা এখন বড় বড় মাছের পিছনেই ছুটছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: