চিংড়ি গবেষনা কেন্দ্রের উৎপাদিত গলদা পোনা চাষীদের মাঝে বিতরণ
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চিংড়ি গবেষনা কেন্দ্রের উৎপাদিত গলদা পোনা চাষীদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চিংড়ি গবেষনা কেন্দ্রের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিংড়ি পোনা বিতরণ করেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেল, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের উপ-পরিচালক শামসুন্নাহার, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ, এম রাকিবুল ইসলাম, মোল্লা মো: শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনসারী, প্রনব কুমার বিশ^াস, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি প্রমুখ।