বঙ্গবন্ধুর সমাধিতে রাবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতার সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন ও সেখানে দর্শনার্থী বইতে মন্তব্য লেখেন।
মন্তব্যে তিনি উল্লেখ করেন- আজ ৩১ আগস্ট, ২০২১ শোকাবহ আগস্টের শেষ দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালিজাতিরাষ্ট্রের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে হিসেবে আমি প্রত্যয় ব্যাক্ত করছি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের জন্য, তারই কন্যার নির্দেশিত পথে স্বনির্ভর, স্ববল ও জাতিরজনত্বে সোনার বাঙ্গলা গড়ে তুলবে। জাতির জনকের পরিবারের সকল সদস্যকে হায়াতে তৈয়বা মহান আল্লাহপাক দান করুন- এই কামনা করছি। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মহান আল্লাহ হেফাজত করুন- এই প্রার্থনা করি।
পরে উপাচার্য বঙ্গবন্ধু কমপ্লেক্সে সরকারি বিশেষ গণগ্রন্থাগারও পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ২৪তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনিস্টিউটের পরিচালক এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।