হেলিকপ্টারে করে মাতামুহুরী ও সাঙ্গু রিজার্ভ এলাকায় বীজ ছিটানোর কার্যক্রম শুরু
সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :
বান্দরবানে মাহামুহুরী ও সাঙ্গু রিজার্ভ বন রক্ষার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বীজ ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সহায়তায় বান্দরবান ও লামা বন বিভাগের উদ্যোগে গর্জন, চম্পা, চাপালিশ, জারুলসহ প্রায় ৩০ প্রজাতির ৫ লক্ষ গাছের বীজ ছিটানো শুরু হয়।
এসময় বান্দরবানের আলীকদম সেনা জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক।
অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মেদ আব্দুল আউয়াল সরকার, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়চার সহ সেনাবাহিনী, বনবিভাগ ও সরকারী বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকের জানান, বিট্রিশ আমলের পর এই প্রথম রির্জাভ বন রক্ষায় এই উদ্যোগ নেয়া হয়েছে। রিজাভ বনের যেসব এলাকায় গাছের সংখ্যা কম এসব এলাকাতেই হেলিকপ্টার থেকে বীজ ছিটানো হয়েছে বলে বন কর্মকর্তা জানিয়েছেন। আলীকদম উপজেলার আলীকদম-পেয়ামুহরী সড়কের বিস্তীর্ণ সাঙ্গু রির্জাভ এলাকায় ফলজ, বনজ ও সৌন্দর্য্য বর্ধনকারী বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হবে।