জাবি উপাচার্য বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য হলেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ‘বঙ্গমাতা পরিষদ’-এর প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ তিনি। সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থেকেও বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার সবচেয়ে বড় উৎস ছিলেন বেগম মুজিব।
পাচার্যের কাছে প্রেরিত বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আনিছুর রহমান স্বাক্ষরিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্যকে বঙ্গমাতা পরিষদের সর্বোচ্চ ফোরামের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনয়নের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হওয়ার তথ্য জানানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাকে এ পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং ‘বঙ্গমাতা পরিষদ’-এর সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী, এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।