মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আবিদ মিয়া (২৫) কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। সে উপজেলার শিমুলঘর গ্রামের নবাব মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানাযায় সোমবার( ৩০)আগস্ট এস,আই ইসমাইল হোসেনের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ তার নিজ বাড়ি শিমুলঘর থেকে তাকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আসামি আবিদ মিয়া দীর্ঘদিন পালিয়ে ছিল তার বিরুদ্ধে মাদক মামলার ২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ রয়েছে।