রাজবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী পালিত
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে শহরের বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে এ আলোচনা সভা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজবাড়ী জেলা শাখা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শ্রী প্রদিপ্ত চক্রর্ত্তী কান্তের সভাপতিত্বে বিশেষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি জয়ন্তী রুপা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানি সাহা, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সহকারী প্রকল্প পরিচালক তোফাজেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাঈনদ্দিন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, সার্ংগঠনিক সম্পাদক তন্ময় দাস,রাধা গোবিন্দ জিউর মন্দিরের সভাপতি সন্তোশ দত্ত,রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চলনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার দাস।